মোট দেখেছে : 1,095
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

নির্বাচন নিয়ে বিএনপির ৩৬ পরাজিত প্রার্থীর মামলা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার পর্যন্ত হাইকোর্টে মামলা করেছেন বিএনপির প্রায় ৩৬ পরাজিত প্রার্থী। শিগগিরই এসব মামলার শুনানি শুরুর আশা করছেন তাদের আইনজীবীরা।

বিএনপির এ উদ্যোগের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে পরাজয়ের পর নালিশ আর মামলা ছাড়া দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপির কিছু করার নেই। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধারাবাহিকভাবে অনিয়মের অভিযোগ করে আসছে বিএনপি। এবার দলের প্রার্থীরা আদালতের দরজায় কড়া নাড়তে শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় বুধবার হাইকোর্টে মামলা করেন বিএনপির পরাজিত ৭ প্রার্থী। দলের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিটি জেলা থেকেই মামলা করা হবে। সে অনুযায়ী বৃহস্পতিবার আরও কয়েকটি মামলা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মামলা নিয়ে কথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের আরও বলেন, যে গণশুনানির প্রধান বিচারপতি হিসেবে ড. কামাল হোসেনের নাম আসে তা গণশুনানি না হয়ে গণতামাশা হয়ে যায়।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অক্টোবরেই হবে।

আরো দেখুন

আরও সংবাদ