মোট দেখেছে : 1,081
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে অ্যাটর্নি জেনারেল যা বললেন


খুব শিগগিরই জামায়াতের নিবন্ধন বাতিল বিষয়ে করা আপিল শুনানির উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।


রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সময় সংবাদকে এ কথা জানান তিনি। ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দেন উচ্চ আদালত। এ রায়ের বিরুদ্ধে জামায়াত আপিল করলেও তা এখনো নিষ্পত্তি হয়নি।


অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আপিল বিভাগে তো সব ধরনের মামলাই করতে হয়। এটারও অচিরেই পদক্ষেপ নেয়া হবে। নিবন্ধন বাতিল হলে তো আর কোনো দল কাজ করতে পারে না। তখন হয়তো তারা ভোল পাল্টাতে পারে।’


তিনি আরো বলেন, ‘এটা যে বন্ধ করে হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছে, তা আপিল বিভাগে বহাল থাকে অন্তত পক্ষে দল হিসেবে যে কর্মগুলো তারা করেছে, তার একটা ফল তারা পেল।’

আরো দেখুন

আরও সংবাদ