মোট দেখেছে : 1,055
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা শপথ না নিলে গণরায়কে অবজ্ঞা করবে: কাদের

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করাই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ উল্লেখ কোরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নিলে, গণরায়কে অবজ্ঞা করার সামিল হবে। বুধবার (২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা জানান।


এসময় তিনি আরও বলেন, সুবর্ণচরের ধর্ষণের ঘটনায় যারাই জড়িত থাকুক তারা কেউ রক্ষা পাবে না।


ওবায়দুল কাদের বলেন, 'নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছে তা বাস্তবায়ন করাই হচ্ছে এখন চ্যালেঞ্জ।'


নবনির্বাচিত সংসদ সদস্যদের আগামীকাল বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) সকাল ১১টায় শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ গ্রহণের জন্য ২৯৮ আসনে নির্বাচিতদের গেজেট সংসদ সচিবালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। তবে ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীরা শপথ নাও নিতে পারেন বলে বিভিন্ন সূত্রে আভাস মিলেছে।


বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের কমিশন সচিবালয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসবে। অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ নেয়ার সুযোগ রয়েছে। এরমধ্যে কেউ যদি শপথ নিতে ব্যর্থ হয়, তাহলে ওই আসন শূন্য হবে।

আরো দেখুন

আরও সংবাদ