মোট দেখেছে : 1,314
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

সামাজিক সংগঠন জাগো বোয়ালখালী’র দূর্গা পূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ সম্পন্ন

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

☞ প্রতিবেদক, এম.জাহিদ হাসান বোয়ালখালী প্রতিনিধি:

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬


হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে, বোয়ালখালীর দুঃস্থ ও সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক হিন্দু পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেন সামাজিক অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন “জাগো বোয়ালখালী”। গত ১৬ ই অক্টোবর রোজ মঙ্গলবার উপজেলার শাকপুরা লালার হাট আনন্দময়ী মন্দিরে সপ্তমি সন্ধায় ” রনি বিশ্বাস এর সভাপতিত্বে এবং প্রত্যয় বিশ্বাস শুভ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় “জাগো বোয়ালখালী’র দূর্গা পূজা বস্ত্র বিতরণ সিজন-২” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শাকপুরা আনন্দময়ী মন্দিরের সভাপতি-সাধারন সম্পাদক এর উপস্থিতিতে মানবতার উন্নয়নের চলমান কাজের অংশ হিসেবে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক অসহায় পরিবার এর মাঝে বস্ত্র তুলে দেন সংগঠন এর সদস্যরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ” জাগো বোয়ালখালী” সংগঠন এর সদস্য মোস্তাফিজুর রহমান, শহীদুল ইসলাম, মোঃ রায়হান, বিজয় চৌধুরী, আকাশ দত্ত, সৌরভ, হুমায়ুন প্রমুখ। এতে অতিথি  বলেন, দেশের সকল জনগণ এভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে একসাথে মিলেমিশে একে অপরের সাহায্য এগিয়ে আসলে দেশ একদিন সুন্দরভাবে গড়ে উঠবে। “জাগো বোয়ালখালী” এর সকল সদস্যদের যাদের অক্লান্ত পরিশ্রমে এবং যে সকল মানবতা প্রেমীদের আর্থিক অনুদানের মাধ্যমে “জাগো বোয়ালখালী’র দুর্গা পূজা বস্ত্র বিতরণ সিজন-২” অনুষ্ঠান সফল হয়েছে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো দেখুন

আরও সংবাদ