মোট দেখেছে : 1,547
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করলেন আব্দুল্লাহ কাসেমী

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায়  শীর্ষস্থান অর্জন করেছেন সৌদি আরবের নাগরিক ইব্রাহীম ইবনে আবদুল্লাহ কাসেমী। বুধবার (১০ অক্টোবর) মদিনায় মসজিদে নববীতে এক অনুষ্ঠানে পুরস্কার হিসেবে তাকে ২ লাখ ৫০ হাজার রিয়াল দেওয়া হয়।

চল্লিশতম হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন জর্ডানের মালেক আদনান এবং তৃতীয় স্থান অর্জন করেন নাইজেরিয়ার আমের ইউনুছ। পুরস্কার হিসেবে তারা পেয়েছেন যথাক্রমে ২ লাখ এবং ১ লাখ ৫০ হাজার রিয়াল। 

প্রতিযোগিতায় শীর্ষ দশে থাকা বাকিরা হলেন কেনিয়ার হাইসন সফর আহমদ, জর্ডানের উবাইদা, ফিলিপাইনের মুহাম্মদ শহিদ, নাইজেরিয়ার আবদুল গণি, লিবিয়ার আমিন ছাবের হামদি, বসনিয়ার ওমর ফারুক এবং শ্রীলঙ্কার আহমদ হানিফ।

বুধবার মদিনার মনোয়ারায় মসজিদে নববীতে এশার নামাজের পর আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মদিনার গভর্নর বাদশাহ সালমানের ছেলে ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মক্কা শরীফের ইমাম ও খতিব শেখ আবদুর রহমান সুদাইসী এবং মদিনা শরীফের ইমাম ও খতিব আবদুর রহমান হুজাইফী।

প্রসঙ্গত, এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১২২টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নেন ক্ষুদে হাফেজ হোসাইন আহমদ।


সূত্র: আর/টি/ভি

আরো দেখুন

আরও সংবাদ