মোট দেখেছে : 1,402
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

পেট্রোল-ডিজেলের দাম কমালো মোদী সরকার

এক ধাক্কায় পেট্রোল ও ডিজেলের দাম ২ টাকা ৫০ পয়সা কমিয়ে দিল নরেন্দ্র মোদী সরকার। একই সঙ্গে রাজ্য সরকারগুলির প্রতি একই ভাবে আড়াই টাকা কমানোর দাবি জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলী।

কেন্দ্রীয় সরকার দেড় টাকা অন্তঃশুল্ক কমালো। আর তেল কোম্পানিগুলি এক টাকা করে দাম কমিয়ে দিল পেট্রোল ও ডিজেলে। সব মিলিয়ে পেট্রোল ও ডিজেলে আড়াই টাকা দাম এখন থেকেই কমে গেল।

রাজ্য সরকারগুলির কী করণীয়, তা তারাই ঠিক করবে বলে জানিয়ে দিয়েছেন জেটলী। তবে এই মর্মে রাজ্যগুলিকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়

সরকার ১ টাকা করে তেলের উপর ভ্যাট কমিয়ে দিয়েছিল। তিনিই চাপে রেখেছিলেন কেন্দ্র সরকারকে।

পেট্রোল ও ডিজেলের দাম ক্রমশ বাড়তে থাকায় যথেষ্ট চাপের মুখে পড়েছিল মোদী সরকার। তবে ভোটের মুখে এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হল কি না, তা নিয়ে প্রশ্ন এড়িয়ে যান অর্থমন্ত্রী। 

বৃহস্পতিবার প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৮৫.৮০ টাকা ও ডিজেলের দাম ছিল প্রতি লিটার ৭৭.৩০ টাকা। এর থেকেই আড়াই টাকা করে দাম কমে যাবে।

তবে রাজ্য সরকার আবার নতুন করে ভ্যাটে ছাড় দেবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। 

সূত্র: এইবেলা

আরো দেখুন

আরও সংবাদ