মোট দেখেছে : 1,812
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

২১ তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্টিত

এম আতিক উল্লাহ চৌধুরী : শিক্ষার্থীদের মেধাও মনন বিকাশই আমাদের লক্ষ্য  এই শ্লোগান কে সামনে নিয়ে ২১ তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা  আজ অনুষ্টিত হয়েছে, সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সারাদেশের ৩৫ টি জোনে ৬৩ কেন্দ্রে ১ম থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায়  ১৩৫৬০ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহন করে বলে জানান লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার কেন্দ্রীয় পরিচালক ইন্জিনিয়ার মোঃ আরিফ উদ্দীন। এছাড়া সংসদের প্রধান উপদেষ্টা এডভোকেট এম আবু নাসের তালুকদার,অধ্যক্ষ সৈয়দ ফরিদ উদ্দীন,  উপদেষ্টা এম সোলাইমান ফরিদ, আ মা ম  মুবিন, স ম হোসেন সহ  সম্মানিত ব্যক্তি বর্গ দেশের বিভিন্ন স্হানে কেন্দ্র পরিদর্শন করেন। সংসদের সচিব মোঃ আইয়ুব  পরীক্ষায় সম্পৃক্ত সকলের কাছে কৃতজ্ঞতা  জ্ঞাপন করেন।উল্লেখ দেশের সর্ববৃহৎ এই বেসরকারি বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ১০ নভেম্বর'১৮ বিকাল ৪টা অনুষ্টানিক ভাবে প্রকাশ করা হবে, সংস্থার ওয়েবসাইট liakat.org তে পরীক্ষার রেজাল্ট দেখা যাবে ।



আরো দেখুন

আরও সংবাদ