মোট দেখেছে : 1,347
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

নিখোঁজ স্ত্রী ও তিন পুত্রকে ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

শাহেদ জামাল বাবু, রাঙ্গামাটি সদর প্রতিনিধিঃ "নিখোঁজ স্ত্রী ও তিন পুত্রকে  ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। রাঙ্গামাটির বরকল উপজেলার এক শ্রমিক মোঃ ইসহাক (৪০)। তার অভিযোগ তার স্ত্রী ও পুত্রদ্বয়কে তার স্ত্রীর বড় ভাই মোঃ লাল মিয়া লুকিয়ে রেখেছেন। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন তিনি গত ০৬ আগষ্ট সকাল ১০টায় কর্মস্থলে চলে যান এবং কর্মস্থল থেকে সন্ধ্যা ৬টায় যখন বাসায় ফিরে আসে তখন তিনি তার স্ত্রী ও পুত্রদ্বয়সহ তার ঘরের নগদ ৭৭,০০০ হাজার টাকা ও স্বর্ণলংকার খুজেঁ পায়নি বলে জানান । এমতাবস্থায় তিনি কি করবে বুঝতে না পেরে তার স্ত্রীর বড় ভাই মোঃ লাল মিয়া এর কাছে জানতে চাইলে  তিনি তাকে অনেক বকাঝকা এবং অনেক হুমকি ধুমকি দেয় বলে জানান। মোঃ ইসহাক সেখান থেকে ফিরে তার এলাকার সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেন, এত খোঁজাখুঁজির পর যখন তিনি ব্যর্থ হন তখন তিনি আইনের সহায়তা নেন, তিনি তার পরের দিন বরকল থানায় একটি সাধারন ডায়েরী করেন ডায়েরি নং - ১৭২।  দীর্ঘ ১ মাস ১৪ দিন পরেও থানার থেকে কোন সংবাদ না পেয়ে ভুক্তভোগী মোঃ ইসহাক শুক্রবার সকালে রাঙ্গামাটি জেলার সদর উপজেলায় এসে সংবাদ সম্মেলন করে, তিনি প্রশাসন ও সাংবাদিক ভাইদের কাছে একটাই অনুরোধ করেন যেন তার স্ত্রী ও তিন পুত্রকে ফিড়ে পেতে সাহায্য করেন ।