মোট দেখেছে : 1,732
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

আগামীকাল থেকে বৃষ্টিপাতের আশঙ্কা

আশ্বিন মাসের চতুর্থ দিন আজ। দুপুর একটায় রাজধানীর তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৩ শতাংশ। সব মিলিয়ে অনুভূত হচ্ছে ৪৩ ডিগ্রি তাপমাত্রা।

ভাদ্র আশ্বিনে তালপাকা গরম পড়বে এটাই স্বাভাবিক। তবে গত কয়েকদিনে অস্বাভাবিক গরম অনুভূত হচ্ছে সারাদেশে। দিনে তো বটেই, রাতেও কমছে না ভ্যাপসা গরম। বাতাসে আর্দ্রতার হার বেশি থাকায় গরমে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে সাধারণ শ্রমজীবী মানুষ নাকাল দৈনন্দিন কাজ করতে গিয়ে।

সাধারণ শ্রমিকরা বলেন, অতিরিক্ত গরম, মিস্ত্রি কাজ করতেছি, পুরো শরীরে ঘাম থাকে। দুই-তিন ধরে প্রচণ্ড গরম পড়তেছে। ফ্যানের বাতাসেও কিছুই হচ্ছে না। বৃষ্টি নেই, তাই এমন অস্বাভাবিক গরম, বলছে আবহাওয়া অফিস। আগামীকাল থেকে ধীরে ধীরে গরম কমে আসার পূর্বাভাস জানিয়েছে তারা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.আবদুর রহমান বলেন, লুঘুচাপের প্রভাবে সাধারণত বৃষ্টিপাতের পরিমাণটা কমে গেছে। বাংলাদেশের ওপর যে মৌসুমি বায়ু থাকার কথা ছিল সেটা দুর্বল হয়ে গেছে। এর ফলে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম, সিলেট ও বরিশালসহ দেশের কোনো কোনো এলাকায় আগামীকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে  ।

আরো দেখুন

আরও সংবাদ