মোট দেখেছে : 1,691
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

৩৩তম আন্তর্জাতিক শাহাদাত এ কারবালা মাহফিল অনুষ্ঠিত

গত ১৫ই সেপ্টেম্বর রোজ শনিবার,চট্টগ্রামে জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে, শাহাদাত এ কারবালা মাহফিল পরিচলানা পর্ষদ এর উদোগ্যে, ১০ দিন ব্যাপী শাহাদাত এ কারবালা মাহফিলের ৫ম দিনে, মাহফিলের প্রধান পৃষ্টপোষক, পি এইচ পি গ্রুপের চেয়ারম্যান শাহসূফি আলহাজ্ব মিজানুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়,এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ভারতের, কাসওয়াসা দরবার শরীফের সাজ্জাদানশীন,আওলাদে রাসুল (দঃ) শাহসূফি সৈয়দ মুহাম্মাদ নুরানী মিয়া আল আশরাফী আল জিলানী, নেবানল গ্লোবাল ইউনিভার্সিটির প্রফেসর আওলাদে রাসুল( দঃ)সৈয়দ জামাল সাক্কার (মা, জি আ), চট্টগ্রাম পুলিশ রেঞ্জ এর মাননীয় ডি আই জি, খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান, ড,এ এস এম বোরহান উদ্দীন (মা, জি আ) সহ আরো অনেকে, বক্তরা বলেন,  আল্লাহ কে পাওয়ার রশি হল রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর  রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাওয়ার রশি হল আহলে বাইত,  কারবালার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের সত্য ন্যায়ের পথে চলতে হবে,এসময়, ডি আই জি মহাদয় তার বক্তব্যে বলেন, জঙ্গিবাদ ইসলামে হারাম জঙ্গি ও মাদক দমনে আলেম ওলামাদের ভূমিকা পালন করতে হবে, জঙ্গিবাদ ও মাদক সম্পর্কে মানুষ কে সচেতন করতে হবে, 

পরে মিলাদ কিয়াম ও বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়ার মাধ্যমে মাহফিল শেষ হয়।

আরো দেখুন

আরও সংবাদ