মোট দেখেছে : 1,361
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

সুপার হিরো নিয়ে নাটক চলছে’

আশিকুর রহমান পরিচালিত সিনেমা ‘সুপার হিরো’ সেন্সর বোর্ডে জমা হলেও এখন পর্যন্ত সেন্সর শো’র জন্য সময় বরাদ্দ পায়নি। আর এর পেছনে তথ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতা দায়ী বলে অভিযোগ উঠেছে।

সেন্সর বোর্ডের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সিনেমাটির পিছনে দেশীয় একটি সিন্ডিকেট লেগেছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেব সেন্সরের শো’র তারিখ দেয়ার জন্য নির্দেশ দিলেও একটি পক্ষ গড়িমসি করছে।’

তিনি আরও বলেন , সিন্ডিকেটটি ‘সুপার হিরো’ নিয়ে নাটক শুরু করেছে। তাদের সিনেমাগুলোর সঙ্গে যাতে সিনেমাটি প্রতিযোগিতা না করতে পারে, তার জন্য এত কিছু।

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সিনেমাটি সেন্সরে কোনো বাধা নেই বলেও জানিয়েছে বলে দাবি সূত্রটির।

মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাপারটি স্বীকার করেছেন সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার। তিনি বলেন, ‘আজকেই (মঙ্গলবার) সিনেমাটির ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা। এখন পর্যন্ত (বিকাল ৩:২০) কোনো সিদ্ধান্ত জানতে পারিনি।’

সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান বলেন, ‘এতটুকু বলব- সিনেমাটির ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত এখনো নিইনি।’

মন্ত্রণালয় থেকে অনুমতি আসার ব্যাপারে বলেন, ‘এটাতো আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমি এনিয়ে কোনো কথা বলব না।’

‘সুপার হিরো’ পরিচালক আশিকুর রহমানও জানেন না কবে নাগাদ সিনেমাটির সেন্সর হবে। তিনি বলেন, ‘আমি সিনেমাটির ফাইনাল এডিটিংসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত। সেন্সরের ব্যাপারে কিছু জানি না।’

তবে সিনেমাটির প্রযোজনা সংস্থা হার্টবিট প্রোডাকশনের কর্ণধার তাপসী ফারুক ভিন্ন কথা বলছেন। সকাল থেকে সেন্সর বোর্ডে বসা তিনি। তাপসী বলেন, ‘মন্ত্রণালয় থেকে অনুমতি এসেছি। কাল-পরশু সেন্সর হয়ে যাবে।’

সেন্সর বোর্ড বুধবার শবেকদর উপলক্ষে বন্ধ থাকবে। তাই ‘সুপার হিরো’র হাতে মাত্র সময় একদিন আছে। বৃহস্পতিবারের পর শনিবার বা রোববার ঈদ হবে। মাঝে শুক্রবার সাপ্তাহিক ছুটি।
অতীতের মত হয়তো শেষ মুহূর্তে সেন্সর পাবে ‘সুপার হিরো’। আর সেটা হবে নানা নাটকীয়তার মধ্য দিয়ে।

‘সুপার হিরো’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলি।

আরো দেখুন

আরও সংবাদ