মোট দেখেছে : 1,087
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থীকে হত্যার অভিযোগ চালক ও সহকারীর বিরুদ্ধে


ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে বাসে চালক ও তার সহকারীর বিরুদ্ধে।


শনিবার (২৩ মার্চ) বিকাল ৫টায় মৌলভীবাজারের শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় উদার পরিবহনের একটি বাসের চালক ও হেলপার মিলে এ হত্যাকাণ্ড ঘটায় বলে অভিযোগ করেন নিহত শিক্ষার্থী ওয়াসিম আফনানের বন্ধুরা।


ওয়াসিম সিকৃবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের ছাত্র। তার বাড়ি হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন রুদ্র গ্রামে।


নিহতের বন্ধুরা জানান, প্রথমে ওয়াসিমকে বাস থেকে ফেলে দেয় হেলপার। পরে তার ওপর দিয়ে বাস চালিয়ে নিয়ে যায় বাসের চালক। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এরপর ওয়াসিমের লাশ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।


খবর পেয়ে রাত পৌনে ৮টায় সিকৃবির ছাত্ররা ওসমানী হাসপাতালে ছুটে যান। এ সময় উত্তেজিত ছাত্ররা বাসচালক ও হেলপারের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। সেখান থেকে শতাধিক ছাত্র ছুটে যান নগরীর দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালে।


শেরপুর হাইওয়ে থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরো দেখুন

আরও সংবাদ