মোট দেখেছে : 1,117
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারীর মুখে অনুশোচনা নয় আত্মতৃপ্তির দেঁতো হাসি


ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে ভয়াবহ হামলার সঙ্গে জড়িত অস্ট্রেলীয় যুবক ব্রেনটন ট্যার‌্যান্টকে শনিবার (১৬ মার্চ) আদালতে হাজির হয়। এ সময় তার চেহারায় কোন অনুশোচনা দেখা যায়নি।

বরং তার মুখে ছিল আত্মতৃপ্তির দেঁতো হাসি। ৫ এপ্রিল পর্যন্ত তাকে রিমান্ডে নেয়া হয়েছে, এরপর তাকে দক্ষিণ আইল্যান্ড সিটি হাইকোর্টে হাজির করা হবে।আদালতে হাতকড়া পরা অবস্থায় একটি সাদা কারা-পোশাক পরা ছিলেন তিনি।

এসময় তার মুখ থেকে কোনো কথা বের হয়নি।হামলাকারী ওই যুবকের জন্য নিয়োগকৃত আইনজীবী তার জামিন চেয়ে কোনো আবেদন করেননি।ঘাতক অস্ট্রেলীয় হাতকড়া বাঁধা হাতে আঙুল দিয়ে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের প্রতীক দেখিয়েছেন।


এক মিনিটের মতো সময় এজলাসে ছিলেন তিনি। এই সময়ে তার বিরুদ্ধে খুনের অভিযোগ পড়ে শোনান বিচারক পল কেলার।ট্যারেন্টকে এজলাস থেকে নিয়ে যাওয়ার পর বিচারক বলেন,

এই মুহূর্তে মাত্র একটি অভিযোগ আনা হয়েছে আসামির বিরুদ্ধে, কিন্তু এটা ধরে নেওয়ার যৌক্তিক কারণ রয়েছে যে তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে।


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে এলোপাতাড়ি গুলি করে বহু মানুষকে হতাহত করেন তিনি।

আরো দেখুন

আরও সংবাদ