মোট দেখেছে : 1,012
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

রাসায়নিক দ্রব্য দূরীকরণ কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

পুরান ঢাকাকে রাসায়নিক দ্রব্যমুক্ত করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।


আলাদা চারটি রিটের প্রেক্ষিতে (মঙ্গলবার ২৬ ফেব্রুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।


আদালত শুনানিতে বলেন, নিমতলীর ঘটনার পর প্রশাসন কার্যকর পদক্ষেপ নিলে চকবাজারের ঘটনা এড়ানো যেতো। নিহতের স্বজন ও আহতদের যে ক্ষতিপূরণ দেয়া হয়েছে তাও পর্যাপ্ত নয় বলে মনে করেন উচ্চ আদালত।


গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর পুরান ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে ৬৯ জন নিহত হন।



আরো দেখুন

আরও সংবাদ