মোট দেখেছে : 1,099
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

সিমলা-পলাশের বিয়ে ১০১ টাকা দেনমোহরে

চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার পর আলোচনায় আসা পলাশ-সিমলা দম্পতির বিয়ে হয়েছিল ১০১ টাকা দেনমোহরে। ২০১৮ সালের ৬ মার্চ ঢাকা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।


ওই বছরের ৬ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়।


বিয়ের হলফনামায় পলাশের জন্ম তারিখ উল্লেখ আছে ১৯৯১ সালের ১ জানুয়ারি। অন্যদিকে সিমলার জন্ম তারিখ উল্লেখ আছে ৪ ডিসেম্বর ১৯৮২। সেই হিসেবে সিমলার থেকে পলাশ ৮ বছর ২৮ দিনের ছোট।


বিয়ের কাবিন নামায় পলাশের ঠিকানা দেয়া আছে, মোহম্মদ পলাশ আহমেদ, পিতার নাম মো. পিয়ার জাহান, মাতার নাম-রেনু বেগম, গ্রাম দুধঘাটা, পোস্ট-মঙ্গলের গাঁও, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।


অন্যদিকে সিমলার ঠিকানা দেয়া আছে, সামসুন নাহার সিমলা, পিতার নাম মৃত মিয়া আব্দুল মাজেদ, মাতা নুরুন নাহার, গ্রাম শৈলকুপা, পোস্ট-শৈলকুপা, থানা শৈলকুপা, জেলা ঝিনাইদহ।


জানা গেছে, সিমলার অভিনীত এক সিনেমার পরিচালকের বাসায় ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর প্রথম দেখা হয় পলাশ-সিমলার। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। সর্বশেষ বিয়েতে রূপ নেয় সেই সম্পর্ক।

আরো দেখুন

আরও সংবাদ