মোট দেখেছে : 1,219
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ভারতের কাশ্মিরে গাড়িবোমা হামলায় ৪০ পুলিশ নিহত

ভারতের কাশ্মিরে গাড়িবোমা হামলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের অন্তত ৪০ সদস্য নিহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক। পুলামা জেলার অবন্তিপোরায় সিআরপিএফের গাড়িবহরে বৃহস্পতিবার সকালে এ হামলা হয়। 


ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বহরের ৭৮টি গাড়িতে আড়াই হাজার পুলিশ সদস্য ছিলেন। শ্রীনগর-জম্মু মহাসড়কে এই বহরে আত্মঘাতী গাড়িবোমা হামলা চলে।


বিস্ফোরিত মাহিন্দ্রা স্কারপিও জিপে, প্রায় সাড়ে তিনশো কেজি বিস্ফোরক ছিল বলছে নিরাপত্তা বাহিনী।


বিপরীত দিক থেকে আসা জিপটি বহরের একটি গাড়িতে আঘাত হানে। সেটিতে পুলিশের ৩৯ পুলিশ সদস্য ছিলেন। বিস্ফোরণের পর আশাপাশে লুকিয়ে থাকা হামলাকারীদের একটি দল গুলিও চালায়। 


এ হামলাকে কাপুরুষোতচিত উল্লেখ কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। 


হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে, কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদি সংগঠন জইশ-ই-মোহাম্মাদ। এর আগে, ২০১৬ সালে উড়ি সেনাঘাটিতে হামলায় প্রাণ হারান ১৯ জন।

আরো দেখুন

আরও সংবাদ