মোট দেখেছে : 1,085
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ইংল্যান্ডের সবুজ উইকেট দেখে ভয়ের কিছু নেই, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট মিলবে : ইয়ান বেল

ইংল্যান্ডের সবুজ উইকেট দেখে ভয়ের কিছু নেই, বিশ্বকাপে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট মিলবে বলেছেন ইয়ান বেল। ব্যাটসম্যানদের জন্য পরামর্শ বুঝে-শুনে শট খেললেই বড় রান পাওয়া যাবে। ইংলিশ কন্ডিশনে পেইসারদের বড় দায়িত্ব দেখেন বেল। মাশরাফীর নেতৃত্বে টাইগাররা বিশ্বকাপে এবারও চমক দেখাবে বিশ্বাস এই ইংলিশ তারকার।


২০১৫ তে অ্যাডিলেডে থ্রি লায়ন্স বধে ইতিহাস গড়েছিল টাইগাররা। মরগ্যানের দলকে বিদায় কোরে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা কোরে নেয় মাশরাফীরা। 


ইয়ান বেল-ওই হার এখনো ভুলতে পারেননি। টাইগার ক্রিকেটের উত্থান একে একে দেখছেন। দেখেছেন সাকিব-তামিম-মাশরাফীদের বড় তারকা হয়ে উঠা। 


এবারের বিশ্বকাপ বেলের দেশেই। ইংল্যান্ডে কেমন করবে বাংলাদেশ, সেই প্রশ্ন তার কাছে? জানতে চাওয়া ইংলিশ কন্ডিশনে চ্যালেঞ্জটা কোথায়?


ঢাকা ডায়নামাইটস ও ইংল্যান্ডের ব্যাটসম্যান ইয়ান বেল বলেন, ইংল্যান্ডের পিচে সাদা বলে খুব একটা বেশি সুইং থাকে না। স্টিভ রোডসের অভিজ্ঞতা কন্ডিশনে মানিয়ে নিতে সাহায্য করবে। সবুজ উইকেট দেখে ভয় পাওয়ার কিছু নেই। একবার থিতু হয়ে গেলে বল খুব সহজে ব্যাটে আসবে। পাওয়ার প্লে-তে আক্রমণাত্মক খেলতে হবে। মাঝের ওভারগুলোতে দক্ষতার সাথে খেললে বড় রান করা সম্ভব। 


বাউন্সি কন্ডিশনে পেইসাররা বড় হাতিয়ার। তবে মাঝের ওভারে স্পিনাররা উইকেটে টার্ন পেতে পারেন বলছেন ইয়ান বেল। মঈন আলী-আদিল রাশিদদের দেখে পিচের সুবিধা কাজে লাগানোর পরামর্শ বেলের। 


ইয়ান বেল আরো বলেন, পেইসারদের পাশাপাশি স্পিনাররাও পিচ থেকে সুবিধা পাবেন। প্রতিপক্ষকে ঘায়েল করতে পেইস-স্পিনের সমন্বয় ঘটাতে হবে। মঈন আলী-আদিল রাশিদ কেমন করেন সেটা দেখতে পারেন। বাংলাদেশে সাকিব-মিরাজের মতো ভালোমানের স্পিনার আছে, ওরা ওই কন্ডিশনে ভালো করতে পারে।


মাশরাফীর নেতৃত্বে মুগ্ধ ইয়ান বেল। সাকিব-তামিম-মুশফিকদের অভিজ্ঞতাকে বড় কোরে দেখেন। চ্যাম্পিয়নস ট্রফির মত ইংল্যান্ডে বিশ্বকাপে বাংলাদেশকে শক্ত অবস্থানে দেখছেন বেল।

আরো দেখুন

আরও সংবাদ