মোট দেখেছে : 1,147
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

রাজবাড়ীতে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

রাজবাড়ী প্রতিনিধি:


রাজবাড়ীতে শনিবার সকালে পৃথক স্থান থেকে ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতারকৃত রা হলো রাজবাড়ী পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিনদপুর কলেজ পাড়া মহল্লার খন্দকার আব্দুর রউফের ছেলে খন্দকার আব্দুল্লাহ আল মামুন সোহেল (৪৪) ও আ. মালেকের ছেলে রেজাউল ইসলাম মানিক (৩৩)।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮টার দিকে রাজবাড়ী গুর বাজারের নিজস্ব গুরের দোকান থেকে ৬ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ সোহেলকে গ্রেফতার করা হয়। অপরদিকে সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলেজ পাড়াস্থ আব্বাস উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া মানিকের বসতঘর থেকে ৪ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে, রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধঞ্জয় চন্দ্র দেবনাথ জানান- সোহেল রাজবাড়ী বাজারের গুড় ব্যাবসায়ী ও তার একটি দোকান রয়েছে। সে দীর্ঘদিন ধরে ওই ব্যাসার আড়ালে ফেনসিডিলের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে তার দোকানে অভিযান চালানো হয়। এসময় লোহার সিন্দুকের ভেতর থেকে ৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এবং একই দিন পৃথক অভিযান চালিয়ে সকাল আনুমানিক ১০.টার দিকে জেলা শহরের বিনোদপুর কলেজপাড়া আব্বাস উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া মোঃ রেজাউল ইসলাম মানিক কে ৪ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। এ ঘটনায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরো জানান, সোহেল কে ইতিপূ্র্বে ফেনসিডিল সহ আমরা আটক করেছিলাম।

আরো দেখুন

আরও সংবাদ