মোট দেখেছে : 1,488
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

মনোনয়ন দাখিল করল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ২৮ প্রার্থী

এম আতিক উল্লাহ চৌধুরী

চট্রগ্রাম প্রতিনিধি,সৃষ্টি টিভি:


দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর গত ২৮/১১/২০১৮ইং বুধবার সকাল ১০টা থেকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর  সম্ভাব্য প্রার্থীরা সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেন। ঢাকা, চট্টগ্রাম,সিলেট বিভাগ সহ সারাদেশে সকাল থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা।

ইতিমধ্যে মনোনয়ন ফরম দাখিল করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আওলাদে রসূল (দঃ) আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্‌ মোজাদ্দেদী চাঁদপুর-৫(হাজিগঞ্জ-সাহরাস্তি)ও নারায়ণগঞ্জ-৫(বন্দর-সদর) সংসদীয় আসন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর চট্টগ্রাম-১১(বন্দর-পতেঙ্গা)ও চট্টগ্রাম-৪(সীতাকুণ্ড) সংসদীয় আসন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক অ্যাড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী রিজভী চট্টগ্রাম -১৩(আনোয়ারা-কর্ণফুলী)। ইসলামিক ফ্রন্ট সিলেট মহানগরের সভাপতি মাসুদুল ইসলাম বাচ্চু কক্সবাজার-২(মহেশখালী কুতুবদিয়া)।ইসলামিক ফ্রন্ট এর মুফতি এম এ মুমিন হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর)। মুফতি বদরুর রেজা সেলিম হবিগঞ্জ-১(বাহুবল- নবীগঞ্জ)। মীর মোহাম্মদ আবু বক্কর হোসেন কুমিল্লা-৯(লাকসাম-মনোরগঞ্জ)।মোজাম্মেল হোসাইন চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড)।আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী লক্ষীপুর-২ (রায়পুর-সদর আংশিক)। আলহাজ্ব আহমদ রেজা , চট্টগ্রাম-৭ (রাংগুনিয়া)। মাওলানা আব্দুল মন্নান চট্টগ্রাম -১(মিরসরাই)।মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান গাজীপুর-৫ (কালীগঞ্জ)।এম মহিউল আলম চৌং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)।আলহাজ্ব মুহাম্মদ ওয়াহেদ মুরাদ চট্টগ্রাম-৯(কোতোয়ালি)। মাওলানা মোঃ শাহ আলম, নোয়াখালী-০১ ( চাটখিলে-সোনাইমুড়ী আংশিক)।এডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম ( সেলিম) চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি)।অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সামছুদ্দোহা, নোয়াখালী-০৫ (কোম্পানিগঞ্জ – কবিরহাট)।অধ্যাপক সৈয়দ হাফেজ আহম্মদ চট্টগ্রাম-৫ (হাটহাজারী)।আলহাজ্ব মাঈন উদ্দিন ফেনী-৩ ( দাগনভূঁইয়া- সোনাগাজী)।আলহাজ্ব আল্লামা জানে আলম নেজা মী চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া)।আলহাজ্ব মাঈনুদ্দিন চৌধুরী হালিম চট্রগ্রাম-১২ (পটিয়া)।

আরো দেখুন

আরও সংবাদ