মোট দেখেছে : 1,224
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ফেসবুক মেসেঞ্জারেও আসছে ডিলিট ফর এভরিওয়ান ফিচার

হোয়াটসঅ্যাপের পর এবার ফেসবুক মেসেঞ্জারেও আসছে ডিলিট ফর এভরিওয়ান ফিচার। অর্থাৎ কোনও মেসেজ পাঠানোর ১০ মিনিটের মধ্যে তা ডিলিট করা যাবে।


iOS-এর ১৯১.০ ভার্সনে এই ফিচার দেখা গেছে। এক ব্যবহারকারী প্রথম টুইটারে এই ফিচারের কথা বলেন। তিনি বলেন, "কোনও মেসেজ পাঠানোর পর সেটি ডিলিট করা যাবে। যদি ভুল করে কোনও ছবি, ভুল তথ্য পাঠানো হয় তবে তা ডিলিট করে আবার পাঠানো যাবে।"


সূত্রের খবর, ইতিমধ্যেই এটা নিয়ে গবেষণা শুরু করেছে ফেসবুক। এর আগে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপে ডিলিট ফর এভরিওয়ান ফিচার আনে। এবার মেসেঞ্জারেও সেই ফিচার আনতে চলেছে। তবে আনুষ্ঠানিক ভাবে ফেসবুক এই বিষয়ে বিস্তারিত কিছু জানানি। 

আরো দেখুন

আরও সংবাদ