মোট দেখেছে : 1,523
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

বাজারে আসছে মা মিডিয়া লিঃ ‘সৃষ্টি টিস্যু’ সহ ৩ পণ্য

মোঃ রেজাউল করিম

চট্রগ্রাম ব্যুরো:



ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় কথা মাথায় রেখে ‘সৃষ্টি টিস্যু’ সহ ৩ পণ্য বাজারে আনতে যাচ্ছে  মা মিডিয়া লিঃ। আজ ০৩ নভেম্বর এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ঊধ্বর্তন কর্মকর্তারা। শনিবার সকালে  মা মিডিয়া লিঃ বাণিজ্যিক কার্যালয়ে এক জরুরি সভা এই কথায় জানান  মা মিডিয়া লিঃ এর চেয়ারম্যান , এই সময় মা মিডিয়া লিঃ এর চেয়ারম্যান,বাবু সুমন চক্রবর্ত্তী বলেন, ভোক্তাদের কথা বিবেচনা করে ‘সৃষ্টি টিস্যু, সৃষ্টি মিনারেল ওয়াটার, সৃষ্টি জাম্বু মশার কয়েল বাজারে আনতে যাচ্ছে  মা মিডিয়া লিঃ । সেই সঙ্গে ভবিষ্যতে উক্ত পণ্য গুলোর বাজার সম্প্রসারণে সম্ভাবনার কথা তুলে ধরেন।

এ সময় নির্বাহী পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস বাবু শিবু সেন গুপ্ত বলেন,মা মিডিয়া লিঃ শিগগিরই বাজারে ‘সৃষ্টি টিস্যু’ সহ ৩ পণ্য নিয়ে আসছে। এ সময় অন্যদের মধ্যে ছিলেন  মা মিডিয়া লিঃ বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স মহাব্যবস্থাপক বাবু রতন চক্রবর্ত্তী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো দেখুন

আরও সংবাদ